পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
কথা দিয়ে কথা রাখলেন, লক্ষ্মীপুর -২ রায়পুর আসনের সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। ২০২১ সালের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরে তিনি কথা দিয়েছেন, তাঁর নির্বাচনী আসনে বিনা খরচে সাধারন জনগনের সুপেয় পানির ব্যাবস্থা করবেন। সেই সুবাদে ২০২১ সালে১১৭ টি গভীর নলকূপ ও ২০২২ সালে আরও ২৮৩ টি গভীর নলকূপ মোট- ৪০০ টি গভীর নলকূপ স্থাপন করেছেন। ৪০০ টি নলকূপ স্থাপন করার ব্যায় বাবদ সরকারি কোষাগারে ২৮ লক্ষ টাকা ব্যাক্তিগত তহবিল হইতে ব্যাংকে জমা দিয়েছেন এমপি নয়ন। নলকূপগুলো স্থাপন করেছেন লক্ষীপুর -২ আসনের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ ও বিভিন্ন জনবসতিতে। নিজ অর্থায়নে ৪০০ টি নলকূপ স্থাপন করে তিনি এখন প্রশংসায় ভাসছেন।
রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান বলেন, অতীতে কোন এমপির আমলে এমন কাজ হয়নি, যাহা এখন হচ্ছে। এমপি নয়ন সাহেবের পক্ষ থেকে ৪০০ গভীর নলকূপ স্থাপন হওয়ায় এখানে সুপেয় পানির সংকট এখন আর নেই।
রায়পুর পৌরসভা আওয়ামী লীগের সাঃ সম্পাদক আবু সাইদ জুটন বলেন, এমপি নুরউদ্দীন চৌধুরী নয়ন ভাইয়ের এ ধরনের জনহিতকর কাজ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এমন সংসদ সদস্যই আমরা চাই।
রায়পুর উপজেলা আওয়ামীলীগের সদস্য তারেক আজিজ জনি বলেন, এমপি নয়ন ভাই কথা দিয়ে কথা রেখেছেন, তিনি নিজ খরচে ৪০০ গভীর নলকূপ স্থাপন করেছেন, এছাড়াও তিনি এখানকার যে কোন উন্নয়নমূলক কাজ হতে কমিশন নেননা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টার ফলে এখানকার রাস্তাগুলো পাকা হয়েছে, স্কুল-কলেজ, মাদ্রাসার ভবন নির্মান হয়েছে, মসজিদ -মন্দিরের উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে আমরা তাঁকে হারাতে চাইনা।
Leave a Reply