শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন গিলাশ্বর গ্রামের মোজাম্মেল হক এর একমাত্র ছেলে উবায়দুল্লাহ। ছোট বেলা থেকেই ক্রিড়া অঙ্গনে ধাবিত ছিলো ওবায়দুল্লাহ। গ্রামে যে কোন খেলায় অংশ গ্রহন করতেন। বিশেষ করে ক্রিকেট খেলার প্রতি মনোযোগ ছিলো বেশ ভালো।
উবাইদুল্লাহ ছোট থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেন। তিনি গ্রামের একটা মাদ্রাসা থেকে পবিত্র কোরআন এর হিফয শেষ করেন। পরবর্তী তে আলিয়া মাদ্রাসায় ভর্তি হয় এবং বর্তমান তিনি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন।
উবাইদুল্লাহ র সাথে কথা বলে জানা যায়, তিনি ছোট থেকেই খেলাধুলার প্রতি আসক্ত ছিলো। এলাকার বিভিন্ন খেলায় অংশগ্রহন করতেন। এমনো সময় ছিলো মাদ্রাসা থেকে পালিয়ে খেলাধুলার জন্য চলে যেতন উবাইদুল্লাহ।
যেখানে খেলা হতো সেখানে গিয়ে খেলা দেখতেন।
উবাইদুল্লাহ আরো বলেন ক্রিকট খেলা দেখতে খুবই ভালোবাসেন। খেলার প্রতি কেমন আগ্রহ জানতে চাইলে উবাইদুল্লাহ আরো বলেন, তার সপ্ন সে একদিন ন্যাশনাল টিমে খেলবে। তবে সপ্ন বাস্তবায়নের জন্য নেই পর্যাপ্ত পরিমাণ অর্থ। নেই সেই রকম কোন লোক যে তাকে খেলোয়াড় হিসেবে গড়ে তুলবে। তবে আছে মনোবল এবং ইচ্ছে শক্তি। আর এই সপ্ন পূরণ করতে চালিয়ে যাচ্ছেন হাজারো চেষ্টা।
এ বিষয়ে এলাকার কয়েক ক্রিড়া প্রেমীদের সাথে কথা বলে জানা যায় উবাইদুল্লাহ অনেক ভালো এবং সুন্দর মনের মানুষ। সে কারো সাথে ঝগড়া ঝামেলা করে না। সে ছোট থেকেই খেলাধুলা করে, আর ক্রিকেট খেলায় সে বোলিং এ খুব দুর্দান্ত। তার সহপাঠীরা উবাইদুল্লাহ কে অনেক সাপোর্ট করেন বলেও জানান। এলাকার ক্রিকেট প্রেমীরা চান উবাইদুল্লাহ বড় একজন খেলোয়াড় হোক সকলেই তার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন।
এ বিষয়ে জানতে চাইলে উবাইদুল্লাহ আরো বলেন আমি চাই সকলের দোয়া এবং ভালোবাসা। তিনি মনে করেন সমাজের সকলে যদি তাকে সহযোগিতা করে তাহলেই সে সামনে এগিয়ে যেতে পারবে। তিনি পরিবারের কাছ থেকেও সাপোর্ট কামনা করেন। বিশেষ করে ক্রিকেটার দের কোন সংগঠন বা ক্লাব থেকে যদি সহোযোগিতা করে তাহলে তার সপ্ন পূরণ হবে বলে মনে করেন, তাই উবাইদুল্লাহ সকালের দোয়া এবং ভালোবাসা কামনা করেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.