মামুন মুন্সি, দোয়ারাবাজারঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মায়ের স্মরণে এক সন্তানের ব্যতিক্রমী আয়োজনে এলাকায় প্রশংসায় ভাসছেন পুরো পরিবার।
সরেজমিনে,দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর গ্রামের মরহুম তেরা মিয়ার পুত্র সৌদি প্রবাসী সবুজ আলী তার মা( মরহুমা সামছুন নাহার ও বাবার) স্মরণে সদকায়ে জারিয়া ও সাবিলিল্লাহ প্রজেক্ট'র অংশ হিসেবে (মোবারক ফ্যামিলি'র আয়োজনে)এলাকার ৭ টি মসজিদে প্রায় ২ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষের চারা রোপণ ও বিতরন করেছেন। যা মায়ের রুহের মাগফিরাত কামনায় অভিন্ন এক উদ্যোগ হিসেবে এলাকায় প্রশংসায় ভাসছেন ওই পরিবার।
মঙ্গলবার(৫ সেপ্টেম্বর) উপজেলার নরসিংপুর ইউনিয়নের সিরাজপুর জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষ বিতরণের এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও চিকিৎসক ডাঃ হারুন অর-রশিদ।
এসময় আগত অতিথিগন সিরাজপুর জামে মসজিদ মাঠে বৃক্ষরোপন করেন ও এলাকার ৭ টি মসজিদের প্রতিনিধির হাতে ফলজ বৃক্ষের চারা তুলে দেন।
উল্লেখ্য,চলতি বছরের ১০ জুলাই মৃত্যুবরণ করেন সামছুন নাহার। তার রুহের মাগফিরাত কামনায় ভিন্ন ধরনের এই আয়োজন করেন তার সন্তানেরা। সদকায়ে জারিয়া ও সাবিলিল্লাহ প্রজেক্টে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবৃদ আতাউর রহমান,নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) সেক্রেটারি তোফাজ্জল হোসাইন,মুক্তিযুদ্ধা ইদ্রিস আলী,সমছুল মিয়া,ইলিয়াস মিয়া (মরহুমার ছেলে),সিরাজপুর সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি ইশ্রাব আলী,মোঃ ইব্রাহিম আলী,শরীফ উদ্দিন,সাহিন আহমদ, আমিন উদ্দিন, রায়হান আহমেদ,দেলোয়ার হোসাইন প্রমুখ।
পরিশেষে মরহুম তেরামিয়া ও মরহুমা সামছুন নাহারের কবর যিয়ারত ও দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.