পীরজাদা মোঃ মাসুদ হোসাইনঃ রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ভার্সুয়াল জুম প্লাটফর্মের মাধ্যমে এই ভবন উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভার্সুয়ালী প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সী, রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দীন পাঠান, জেলা ডেপুটি কমান্ডার ডাঃ মঞ্জুরুল আলম, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার খোরশেদ আলম দেওয়ান প্রমূখ।
উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সভাপতি মামুন বিন জাকারিয়া, সাঃ সম্পাদক আলী হায়দার রাসেল পাঠান, রায়পুরের সকল মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, রানীতিবিদ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
এ উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ রাসেল ইকবাল ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতিত্বে-এতে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ , পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, সদর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ, রায়পুর উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জহির পাটোয়ারী প্রমুখ।
উল্লেখ্য, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে রায়পুর লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় তিনতলা বিশিষ্ট এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.