পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,বিশেষ প্রতিনিধিঃ
২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রায়পুর উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ আগষ্ট সোমবার বিকাল ৩ টায় রায়পুর পল্টন ময়দানে, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদের সভাপতিত্বে, পৌর আওয়ামীলীগ এর সাঃ সম্পাদক আবু সাঈদ জুটন এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান। বিশেষ বক্তা হিসেবে আরো বক্তব্য প্রদান করেন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিদার হোসেন দেলু, শফিকুর রহমান খাঁন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাঃ সম্পাদক কামরুল হাসান রাসেল, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিংকু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, রায়পুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শরিফ হোসেন খোকন, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য রফিকুল হায়দার বাঙ্গালী, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোমেন নোমান, তারেক আজিজ জনি, মাষ্টার মাসুম বিল্লাহ, কাউন্সিলর মোঃ ইউসুফ হোসেন, মাহবুবুর রহমান রিজভী, আবু নাসের বাবু প্রমূখ। সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাঃ সম্পাদক বৃন্দ, সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ এবং কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধীরা ২০০৪ সালে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিলো। সৌভাগ্যক্রমে তিনি বেঁচে যান। কিন্তু আইভি রহমানসহ বহু নেতা-কর্মী হতাহত হয়। অনতিবিলম্বে এই হামলার বিচার কার্যকর করার জন্য তারা সরকার ও বিচারালয়ের প্রতি আহবান জানান, এবং এই হামলা মামলার আসামী তারেক জিয়াসহ সকল পলাতক আসামীদের গ্রেফতার করার দাবী জানান।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রায়পুর শহর প্রদক্ষিণ করেন।
Leave a Reply