আহসান হাবীব,স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালী সুবর্ণচর উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে ‘জয় বাংলা’ রাষ্ট্রীয় স্লোগান সুপ্রিম কোর্টের রায়ের তাৎপর্য ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার এবং ‘জয় বাংলা’ শেখ রাসেল মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট ) সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ আসন ২৭১, নোয়াখালী-৪ (সদর সুবর্ণচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী, নোয়াখালী জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সম্পাদক, ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান ঘোষণার রিট আবেদনকারী, ‘জয় বাংলা’ রাষ্ট্রীয় স্লোগান পরিষদের চেয়ারম্যান, এডভোকেট আহমদ উল্যাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, ড. বসির আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা, শিক্ষা অধিকার চত্বরের প্রতিষ্ঠাতা, ড.বসির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, জয় বাংলা স্লোগান পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, এডভোকেট মাহবুবুর রহমান, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ চৌধুরী।
এসময় প্রধান অতিথি ড.বসির আহমেদ বলেন, আমি শিক্ষক মন্ডলীর প্রতি শ্রদ্ধাশীল, আমার বাবা এডভোকেট আহমদ উল্যাহ ১৯৯৫ সালে বাটিরটেক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, আমি ড.বসির আহমেদ কলেজ প্রতিষ্ঠা করেছি, . বসির আহমেদ ইন্জিনিয়ারিং কলেজ, ড.বসির আহমেদ সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট (পলিটেকনিক) চাটখিলে ফ্রি ফ্রাইডে ক্লিনিক, গাজীর খেওয়া ফোরকানিয়া মাদ্রাসা, আলহাজ্ব এডভোকেট আহমেদ উল্যাহ বৃত্তি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি।
Leave a Reply