পীরজাদা মোঃ মাসুদ হোসাইন,বিশেষ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রায়পুর, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০২। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব অঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রায়পুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও রায়পুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, রায়পুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট রাসেল ইকবাল, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া, রায়পুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রায়পুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া প্রমূখ।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.