পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, (রায়পুর) লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে স্মার্ট জনশক্তি বিনির্মাণে অভিভাবকদের ভূমিকা শীর্ষক “উঠান বৈঠক” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ আগস্ট) সকালে সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাউসার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অন্জন দাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ‘স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে। ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই আমাদের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার, মোঃ মঈনুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার টিপু সুলতান। ৪নং সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ইউসুফ জালাল কিসমত’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
Leave a Reply