1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা বান্দরবানের “লামায় মহান ১২ ই রবিউল আউয়াল যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত রংপুরে দাফনের ৫৮ দিন পর লাশ উত্তোলন ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়

দোয়ারাবাজারে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদ কে সংবর্ধনা

  • আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৭৩ বার পঠিত

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতাঃ

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদকে সংবর্ধনা দেয়া হয়েছে।শনিবার সকালে উপজেলার বাংলাবাজারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি, জাতীয় দৈনিক যুগান্তর ও সিলেটের ডাক পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি এনামুল কবির মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সুলতান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি, এম এ মোতালিব ভূঁইয়া, এম এইচ শাহজাহান আকন্দ, মোহাম্মদ কামাল উদ্দিন সাংগঠনিক সম্পাদক মামুন মুন্সি প্রমুখ।

এ সময় সংবর্ধিত অতিথি সুলতান আহমদ বলেন,
সাংবাদিকগণ সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও সংবাদিকের ভূমিকা অপরেসীম, সমাজে পশ্চাদ্পদ মানুষের জন্য সাংবাদিকদের কাজ করতে হবে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়।আপনারা সাংবাদিকরা আমাদের বন্ধু। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যারা নাড়ীর টানে, দেশের অসহায় মানুষের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছেন, তারা সর্বমহলে সম্মানীত। আমাদের উচিৎ এসব মহতি কাজে সামিল হয়ে তাদের কাজের পরিমান আরো প্রসারিত করা।

রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পাশাপাশি আমাদের অসহায় মানুষের কল্যানে, শিক্ষার বিপ্লবে, সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।এসময় উপস্থিত অতিথিবৃন্দ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সুলতান আহমদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে এ ধারা অব্যাহত এবং প্রসারিত করতে উৎসাহ প্রদান করেন।

অনুষ্ঠান শেষে সুলতান আহমদকে সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park