ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ১,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার ফাইমা আক্তার লিজা পিতা,মজিবর রহমান শিকদার তার স্বামী মারুফ হোসেন মন্টু কর্তক একতরফা তালাক প্রাপ্ত হয়। স্বামীর তালাক প্রাপ্ত হওয়ার পর থেকে স্বামীর এলাকায় দহিসারা আত্তাপ মাস্টার এর বাড়িতে থেকে দুই সন্তান নিয়ে বসবাস করছেন।
১ আগষ্ট মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় দহিসারা গ্রাম থেকে দামদরদী গ্রামে এক মৃত্যু ব্যক্তির লাশ দেখতে যায় এবং পথেমধ্যে শ্বশুরবাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় মন্টুর দ্বিতীয় স্ত্রী মোসাঃ রুপনা বেগম (৩০) ও তার স্বামী মারুফ হোসেন মন্টু দেশীয় অস্ত্র রামদা ও কুড়ালের আছাড়ী দিয়ে শরীলের বিভিন্ন স্হানে গুরুতর জখম ও কাটা জখম করে বলে লিজা বলেন।
এবিষয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন অপরাধী যেই হউক তার বিচার হওয়া দরকার। তালাক দেওয়া প্রথম স্ত্রীকে মারপিট করার বিষয় মারুফ হোসেন মন্টু কাজীকে জানতে চাইলে তিনি কাজ আছেন বলে বাড়ি থেকে বেরিয়ে ফরিদপুর চলে যায়।আহত লিজা নগরকান্দা হাসপাতালে ভর্তি রয়েছেন।লিজা প্রতিনিধিকে জানান স্বামী একতরফা তালাক দিলে দুই সন্তান নিয়ে থাকি অন্যের বাড়িতে ঘটনার দিন লাশ দেখতে যাওয়ার সময় তাদের বাড়ির সামনে পৌছালে তারা আমাকে মারপিট করে কোপায়।লিজা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন।
Leave a Reply