রাশেদুল ইসলাম,নোয়াখালী প্রতিনিধিঃ
সাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠছে। সমুদ্রে উত্তল ঢেউয়ে টিকতে না পেরে আবারও ঘাটে ফিরছে নোয়াখালীর জেলেরা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ভোর থেকে বিভিন্ন ঘাটে এসে ভিড়েছে শত শত মাছ ধরা ট্রলার ও নৌকা।
এদিকে লঘুচাপের প্রভাবে বিভিন্ন নদ-নদীতে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে পায়রা সমুদ্র বন্দর সমুহকে ৩ নাম্বার স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমুহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলেরর কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া আফিস।
জেলেরা জানান, ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সবেমাত্র সাগরে মাছ শিকারে নেমেছেন তারা। এরই মাঝে বৈরি আবহায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। ঢেউয়ের তান্ডবে জাল ফেলতে না পেরে বাধ্য হয়েই সাবার নিয়ে ঘাটে ফিরতে হয়েছে। ফলে নতুন করে দুশ্চিন্তায় পরেছেন জেলেরা।
তারা আরো জানান - সাগরে টিকতে না পেরে মাছ ধরার ট্রলারগুলোকে নিয়ে ঘাটে নিরাপদ আশ্রয়ে এসেছি। আবহাওয়া অনুকূলে থাকলে আবারও সমুদ্রে ফিরবো।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.