পীরজাদা মোঃ মাসুদ হোসাইন, রায়পুর, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৯ নং দঃ চরআবাবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বেলপা মার্কেটে এ গঠনা ঘটে।
জানা যায়, গত ২৮ জুলাই শুক্রবার রাত আটটায় জমিজমার বিরোধের জেরে স্থানীয় মহিলা মেম্বারের স্বামী মোঃ ইউসুফের অফিসে, মুলা আলা হাজী বাড়ির জনৈক সিরাজ উল্যার সাথে প্রতিপক্ষ রফিক উল্যার শালিস বৈঠক হয়। সিরাজ উল্যার ছেলে মোঃ সুজন জানায়, আমাদের ৬ শতাংশ ভূমি দীর্ঘদিন যাবত রফিক উল্যা জোর করে দখল করে রাখে। এ নিয়ে একাধিকবার শালিশ বৈঠক হয়।
সর্বশেষ ইউসুফের অফিসের বৈঠকে এ নিয়ে তর্ক-বতর্কের এক পর্যায়ে রফিক উল্যা, তার ছেলে বাবুল, নাতি রুবেল, সহেল, মুরাদ, আক্তার, ইসমাঈলসহ ১৫/২০ জন লোক আমার বাবার উপর আক্রমন করে, আমার বাবাকে রক্ষার জন্য আমি ও আমার ভাই আবুল কালাম এগিয়ে আসলে তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আমার ভাইয়ের মাথায় কোপ মারে, এতে আমার ভাইয়ের মাথা কেটে যায়, আমার আরেক ভাই সোহাগকে কোপ মারলে তার ডান হাত কেটে যায়। আমাকেও তারা বেদম মারধর করে আহত করে। আমাদের চিৎকারে আসপাশের লোকজন উদ্ধার করে আমাদেরকে হাসপাতালে নিয়ে যায়। দুজনই বর্তমানে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি রয়েছে। পরবর্তী তারা আমাদেরকে হাসপাতালে এসেও হামলার চেষ্টা চালায়। এ ব্যাপারে প্রতিপক্ষ বাবুলের মোবাইল নাম্বারে ফোন দিলে, কোন সদুত্তর না দিয়ে সে ব্যাস্ততা দেখিয়ে লাইন কেটে দেয়।
এ ব্যাপারে ৯ নং দক্ষিন চরআবাবিল ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম জিকু বলেন, বিষয়টি জেনেছি, তবে কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে মিমাংসা করে দেওয়ার চেষ্টা করবো।
শেষ খবর পাওয়া পর্যন্ত, বিষয়টি নিয়ে আদালতে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply