তপন দাস,নীলফামারী প্রতিনিধিঃ
এক সময়ে পরিবারের অভাব অনটনের কারনে বাবার সাথে মাঠে কাজ করে ও অন্যের জমি বর্গা নিয়ে কাজ করা মারুফা এবার খাতায় ও দেখালেন তার অদম্য এক মনোশক্তি।
ক্রিকেট মাঠের সেরা পারফরম্যান্স এবার পরীক্ষা খাতায় ও দেখালেন ক্রিকেটার মারুফা আক্তার।
খেলার ব্যস্ততার মাঝে দেয়া এসএসসি পরীক্ষায় ভালো পারফরম্যান্স দেখালো জাতীয় নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার।
চলতি বছরের এসএসসি পরীক্ষায় মারুফা জিপিএ ৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মারুফা নীলফামারী সদর উপজেলা সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাষ্টার পাড়া এলাকার হতদরিদ্র বর্গাচাষী এক কৃষকের মেয়ে।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ( বিকেএসপি) থেকে মানবিক বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিলেন।
সংবাদ কর্মীকে দেয়া এক সাক্ষাৎ কারে বলেন সবার দোয়ায় আমি আজকে এই সাফল্য অর্জন করেছি বা পেয়েছি। তাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খেলাধুলার পাশাপাশি পড়াশোনা টাও যেন ভালো ভাবে চালিয়ে যেতে পারি ।
এদিকে ক্রিকেটার মারুফা আক্তারের বাবা বর্গাচাষী কৃষক মোহাম্মদ আইমুল্লাহ বলেন মেয়ে আমার খেলা ধুলা করে ও যে রেজাল্ট করেছে তাতে আমি অনেক খুশি , আর আপনাদের কাছে আমার একটি চাওয়া আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন মাঠে ও ভালো রেজাল্ট করতে পারে এবং বাংলাদেশ কে যেন ভালো কিছু এনে দিতে পারে।
এদিকে মারুফার ভাই আল আমীন বলেন আমি সবসময় বোন কে বলেছি খেলার পাশাপাশি একটু পড়াশোনা টাও চালিয়ে যেও আর তারেই ফলাফল আজকে দিলো আমার এই বোন। তিনি আরো বলেন সে খেলার সময় ও আমার সাথে কথা বলে আমার পরামর্শ নিত আর আজ আমি বা আমার পরিবার বোনের জন্য গর্বিত।
কয়েকজন প্রতিবেশি বলেন মারুফা আসলেই আমাদের গর্ব সে তার বাবার সাথে মাঠে কাজ করে যে আজকে দেশের একজন আলোচনার কেন্দ্র বিন্দু ক্রিকেটার হয়েছে । আর মারুফা এক সময় আমাদের এলাকায় বড় ছেলেদের সাথে মাঠে ক্রিকেট খেলতো কিন্তু এমন একটি পর্যায় যে যাবে এবং এমন পারফরম্যান্স বা রেজাল্ট মাঠে ও খাতায় করবে আমরা চিন্তা ও করতে পারি নি।
মারুফা বাংলাদেশ ভারতের মধ্যে চলমান ওয়ানডে ক্রিকেটে চার উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে এই পেসার বড় ভুমিকা রাখে। তাই ভারতের তারকা ব্যাটার স্মৃতি মান্দানার কন্ঠে ও মারুফাকে নিয়ে ছিল স্ততি ।
Leave a Reply