কবিতা
“”গরম””
লেখক, মোহাম্মদ আলী (বি.কম)
হে গরম, হে গরম,
তোমার কি নেই,
কোন লজ্জা শরম।
মানুষ তোমাকে যতই,
বিরক্তি বিরক্তি বোধ করে যাই,
তাহাতে তোমার কিছুই আসে না যাই।
তুমি তোমার গতিতে কাজ করে যাও,
মানুষের ভাল-মন্দ সুখ-শান্তির দিকে,
তুমি ফিরে না তাকাও।
শিশু বাচ্চা বয়স্ক লোকজন যাহারা,
তোমার অত্যাচারে,
অতিষ্ঠ হয়ে উঠেছে তাহারা।
তোমার অত্যাচারের,
তীব্র আঘাতের ভিড়ে,
সর্বস্তরের মানুষের,
খাবার-দাবার ঘুম আরাম-আয়েশ,
নষ্ট করে নিয়েছ ধীরে ধীরে।
অস্থিরতা ক্লান্তি ঢুকিয়ে দিয়েছ,
মানুষের দ্বারে দ্বারে।
তোমার তীব্র আঘাতের ভীড়ে,
খাওয়া-দাওয়া ঘুম-নিদ্রা ছেড়ে দিয়ে,
মানুষ যে হাই-হুতাশ করে মরে।
হে গরম হে গরম,
তোমার কি নেই,
কোন লজ্জা শরম।
মহান সৃষ্টিকর্তা যিনি,
সর্বশ্রেষ্ঠ দয়ালু তিনি।
কষ্ট দেওয়া পছন্দ করেন না যিনি,
মহা সৃষ্টি কর্তা তিনি।
কষ্ট দিয়ে তুমি কি সুখ পাও,
তুমি জাহান্নাম থেকে এসেছ
মহান সৃষ্টিকর্তার নির্দেশে,
তুমি জাহান্নামে চলে যাও।
অস্থিরতা কষ্টের হাত থেকে,
সবাইকে মুক্তি দিয়ে দাও।
Leave a Reply