মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যালয়ের আয়ার সাথে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয় এলাকাবাসি।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাজিহাল ইউপির রামেশ্বরপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার রায় ওই বিদ্যালয়ের নব নিযুক্ত জনৈক আয়াকে ব্যক্তিগত শর্তে নিয়োগ দেন। গত সোমবার (১৭জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যালয়ের গাছে পানি দেওয়ার কথা বলে ওই আয়াকে ডেকে নেন। সেখানে টয়লেটের দরজা খোলা রেখে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ দৃশ্য কয়েকজন ছেলে দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। প্রধান শিক্ষকের এমন কর্মকান্ডে গ্রামবাসি হতভম্ব হয়ে যায়।
এর প্রতিবাদে ওই শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীসহ অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। ওই লম্পট শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত নিজের সন্তানদের বিদ্যালয়ে পাঠাবেন না বলে জানান অভিভাবকরা।
মানববন্ধনে সিদ্দিক, মানিক রায়, রঞ্জিত রায়, সাজ্জাদ সহ অনেকে ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রছাত্রীকে ক্লাসে অশ্লীল ভাষা ব্যবহার, নিয়ম ভেঙে বউ ও ভাই কে নিয়োগ, ঘটনা ধাপাচাপা দিতে হুমকি প্রদানসহ নানান অভিযোগ তোলেন।
জানতে চাইলে প্রধান শিক্ষক চন্দন কুমার রায় বলেন, এসব আমার বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র।
Leave a Reply