মোহাম্মদ নজরুল ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোর অভিযান চালিয়ে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
শনিবার (২৪ জুন) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মোছাঃ রেশমা খাতুন (৩৫), স্বামীঃ মোঃ আবুল বাশার, সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া (হাসানের বাড়ীর ভাড়াটিয়া), ও মোছাঃ সুইট সুইটি (৩০), স্বামীঃ নজরুল ইসলাম নজু, সাংঃ ভবেরবেড় পশ্চিমপাড়া, উভয় থানাঃ বেনাপোল পোর্ট।
ডিবি জানায়, ডিবি যশোরের এসআই মোঃ আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই ৫৬২ নির্মল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ জনৈক লাবুর বসত বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ১৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করে।
উদ্ধারকৃত আলামতের মূল্য ৩৯ হাজার টাকা।এ সংক্রান্তে এসআই আরিফুল ইসলাম বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবি।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.