1. admin@aparadhatallasi.com : admin :
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বজ্রপাতে শিহাবুর রহমান সিফাত নামক এক কিশোরের মৃত্যু রংপুরে বিক্ষোভ একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চাই না দোয়ারাবাজারে নৌ দুর্ঘটনায় আহত জহুর আলীর মৃত্যু রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

কাপাসিয়ায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সমাবেশ-দৈনিক অপরাধ তল্লাশি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৫৭ বার পঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার গুণগত মানোন্নয়ন,স্কাউট আন্দোলন জোরদারকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকল্পে শিক্ষক সমাবেশ ১৭ জুন শনিবার কাপাসিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কাপাসিয়া শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনআরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আনসার উদ্দিন,অধ্যক্ষ বদরুজ্জামান পারভেজ,রাসেল সরকার(সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ), প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, আশরাফুল আলম।

সমাবেশে প্রধান অতিথি বলেন,‘শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক এবং অভিভাবক উভয়ের অগ্রণী ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমেই উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব দিতে হবে।’
এ সরকার শিক্ষার মানউন্নয়নে বিভিন্ন উন্নয়ন মূলক পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করছে। তিনি অবিভাবকদের উদ্দ্যেশ্য বলেন শিশুদেরকে প্রতিযোগিতা মূলক মন পোষন বৃদ্ধি করতে হবে শাষনের মাধ্যমে নয় আদরের মাধ্যমে তবেই তার পড়ালেখার উন্নতি হবে।শিক্ষাকে গুণগত মানের দিক থেকে উন্নত করতে পারলেই জাতীয় জীবনে এগিয়ে চলা সহজ হবে। গড়ে উঠবে মানবিক আগামীর প্রজন্ম। এছাড়াও তিনি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতনসহ নানা সামাজিক ইস্যু নিয়ে আলোচনা করেন।

এ-সময় উপজেলা সহকারী কমিশনার ভুমি নাজমুল হুসাইন,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম,ওসি (তদন্ত) মোঃ আজিজুর রহমান,সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানসহ উপজেলার প্রাথমিক, মাধ্যমিক,কলেজ ও মাদ্রাসার তিন হাজার দুইশো শিক্ষক সমাবেশে অংশ নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park