চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম মিরসরাই উপজেলা ৫নং ওসমান পুর ইউনিয়নের ০৮নং ওয়ার্ড বাঁশখালী গ্রামের হাজি বদিউর রহমান মিস্ত্রি বাড়ির পুকুরের পানিতে টয়লেটের ময়লা পানি ফেলার অভিযোগ উঠেছে ফরহাদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ।
সরজমিনে দেখা যায় পুকুরটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এলাকার স্থানীয় লোকজন জানান গত চার মাস আগে পুকুর টিতে ফাইফের মাধ্যমে টয়লেটের ময়লা পানি ফেলে পুকুরটিকে দূষিত করে ফেলেছে এই অবস্থায় গোসল সহ পারিবারিক রান্না খাওয়া দাওয়া ও অযু সহ সব ধরনের ব্যবহার বন্ধ হয়ে যায় এবং পুকুরটি পুনরায় সেচ দেওয়া হয় পুকুরে নতুন পানি দেওয়া হয় গত ১০-০৬-২০২৩ তারিখে পুনরায় পুকুরে টয়লেটের ময়লা পানি ফেলে পুকুরটিকে আবার দূষিত করে ফেলে এই ব্যপারে স্থানীয় ইউপি সদস্য সহ এলাকার স্থানীয় লোকজন গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হয়েও কোন লাভ হয়নি বলে সাংবাদিকদের শরণাপন্ন হন এবং ভুক্ত ভুগী সহিদুল ইসলাম,তোহিদুল ইসলাম,ইকবাল ও নুর উদ্দিনসহ ১৫থেকে ২০টি পরিবার।
এছাড়া অনেকে ভয়ে মুখ খুলতে সাহস করে নি এছাড়া সহিদুল,তোহিদ,ইকবাল সহ কয়েকজন জানান, পাইফের মাধ্যমে টয়লেটের ময়লা অপসারণ করার কারণে উক্ত পুকুর টি ব্যবহার করতে পারছি না ফলে বাড়ির বাসিন্ধা গন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে এছাড়া উক্ত পুকুরটি বাড়ির বাসিন্দাদের এক মাত্র মাধ্যম এবং আগত মুসল্লীগন উক্ত পুকুরটিতে ওযু করে থাকেন এই ব্যপারে ফরহাদের সাথে আলোচনা করে কোন সুরাহা না হওয়ায় সাংবাদিকদের শরণাপন্ন হন এছাড়া তার বাড়ির গবাদি পশুর ময়লা আবর্জনা আমার ঘরের পাশে খোলা জায়গায় ফেলে রেখেছে যার ফলে মশা মাছি সৃষ্টি হয়ে বাড়ির এবং এলাকার বসবাস রত কোমলমতী শিশু বৃদ্ধসহ সহ নানা নানান বয়সী মানুষ সাস্থ্য ঝুঁকিতে রয়েছে প্রতিদিন এলারর্জি শ্বাসকষ্ট জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগের সমক্ষিন হচ্ছে এলাকার স্থানীয় লোকজন এমতাবস্থায় পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে প্রতিকার ও সুরক্ষা চেয়েছেন ভুক্তভোগী জনগণ
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.