কবিতা-০৩
বৃদ্ধা মা..
লেখকঃ- মোহাম্মদ হোসাইন
বৃদ্ধা মায়ের পায়ের তলায়
রাখনি তুমি মাটি..
সবার কাছে প্রমাণ হচ্ছো
মানুষ তুমি খাঁটি..!
দু”চোখ বন্ধ করলে লোকে দিয়ে আসবে মাটি..
তবে তুমি কেন মা কে ছাড়া
অন্যকে করলে সাথী..?
যতই তুমি এবাদত করো
থাকবে কিন্তু গাতি..
মা ছাড়া পরকালে কেউ
হবে না… সাথী।
তোমার সুখের আশায় মা,
কাজ করে অন্যের বাড়ি!
আজ তোমার কাছে নাকি
প্রিয় হলো অচেনা এক নারি।
মা থাকে বৃদ্ধাশ্রমে,
শালী শাশুড়ি তোমার বাড়ি..
এ-ই জন্য মা তোমাকে
গর্ভে ধারণ করে ছিলো নাকি..?
মা কে যদি করতে পারো,
তোমার মনে আপন..
তখন কিন্তু পাবে তোমার
আসল প্রিয় জন।
Leave a Reply