1. admin@aparadhatallasi.com : admin :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে দাফনের ৫৮ দিন পর লাশ উত্তোলন ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয় ১৯ দিনব্যাপ আন্তর্জাতিক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উদ্বোধন হলো আজ লামায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার… নার্সিং ও মিডওয়াইফারি সংস্কারের দাবীতে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে মানববন্ধন নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন জাতির উন্নতির জন্য দল মত ভুলে টেকনোলজিস্ট সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে, ডলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে ৩ নং ইউনিটটির উৎপাদন শুরু গাজীপুর প্রেসক্লাবের ২০২৪-২৫ নির্বাচন অনুষ্ঠিত মাসুদুল সভাপতি, নজরুল সাধারণ সম্পাদক

গোদাগাড়ীর সেই মাদক ব্যবসায়ী স্কুল দপ্তরি ইসমাইলের বিরুদ্ধে তদন্ত চলছে-দৈনিক অপরাধ তল্লাশি 

  • আপডেট সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৬৯ বার পঠিত

রাজশাহী প্রতিনিধিঃ

 

দেশে মাদক ও মাদক ব্যবসায়ীর কথা উঠলেই অসংখ্য মাদক সম্রাটের নাম উঠে আসে। কিন্তু চাকরি করেও মাদক ব্যবসা! বিষয়টি আশ্চর্যজনক হলে সত্য! এমন ব্যবসিকের তালিকায় নাম রয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর বয়ারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ইসমাইল হোসেনের। একের পর এক মাদক ও চুরি মামলা নিয়ে সদর্পে চাকরি করছেন এই ইসমাইল হোসেন। চলতি বছরের ১০ মে ইসমাইলের মামলা ও অপকর্মের তথ্য উপস্থাপন করে জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে ফলাও করে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ইসমাইলের বিরুদ্ধে তদন্ত শুরু হলে এই তদন্তের দ্বায়িত্ব দেওয়া হয় সহকারি উপজেলা শিক্ষা অফিসার আলী হাসানের উপর । এদিকে ইসামইলকে বাঁচাতে মরিয়া ঐ স্কুলের প্রধান শিক্ষক আহসান হাবীব। ইসমাইলের বিষয়ে আরও খোঁজ খবর নিতে ৩১ মে (বুধবার) উপজেলার চর বয়ারমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে, সেখানে কথা হয় ঐ স্কুল কমিটির সভাপতি এসএম সেলিম রেজার সাথে।

 

সেলিম রেজা বলছে, এই স্কুল অনেক পুরোনো। এই স্কুলে আমি পড়াশোনা করেছি। কোনদিন দুর্নাম হয়নি। কিন্তু বর্তমানে এই তথ্য জানতে পেরে খুব খারাপ লাগছে। তিনি বলছেন, আজ তিনদিন যাবত ইসমাইল স্কুলে অনুপস্থিত রয়েছে। এর আগে খবর পেয়েছি, মাঝে মাঝে ইসমাইলের পরিবর্তে তার ভাই ডিউটি পালন করে। তিনদিন যাবত ইসমাইল বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে তাহলে বিদ্যালয়ের কাজ কে করছেন? এমন প্রশ্নের জবাবে এক শিক্ষক বলেন, ইসমাইলের মনোনিত একজন মহিলা রাখা আছে, সেই কাজগুলো করছে। ঐ মহিলাকে ইসমাইল নিজে থেকে কিছু খরচাপাতি দেই। ইসমাইল কোন ছুটিতে আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা কেউ জানিনা। এটা প্রধান শিক্ষক বলতে পারবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কথা জানতে চাইলে জানায়ায়, প্রধান শিক্ষক ছুটিতে রয়েছেন।

পরে বিদ্যালয় থেকে বের হতেই এক বখাটে, সাংবাদিককে চার্জ করে বসেন!!কে আপনি? আপনার বাসা কোথায়? আপনি কেন স্কুলের নাম উল্লেখ করে নিউজ করছেন? ইত্যাদি। তার ভাব দেখে মনে হচ্ছে সে সাংবাদিককে লাঞ্চিত করতে এসেছেন। তার সাথে কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে জানাযায়, বখাটে ঐ ছেলের নাম সেক্টর (৩০)। সে হরিশংকরপুর গ্রামের টকেন মেম্বারের ছেলে। এই সেক্টর ও ইসমাইল দুই বন্ধু। এলাকায় সেক্টরের বিষয়ে খোঁজ নিয়ে জানাযায়, সেও মাদকের সাথে সংশ্লিষ্ট রয়েছে।

এরপর ৩ জুন (শনিবার) বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীবের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ছুটিতে ছিলাম। ইসমাইলের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ইসমাইলের কোন ছুটি নাই এবং এখন পর্যন্ত কোন অনুপস্থিতি নাই। হাজিরা খাতা সাক্ষরিত রয়েছে। আর ইসমাইলের বিষয়ে তদন্ত চলছে। আমরা সবাই লিখিত জবাব দিয়েছি। আপনি ফোনে না, পারলে স্কুল সময়ে সরাসরি আসেন সাক্ষাতে কথা বলবো।

উল্লেখ্য, ২০১৯ সালের সরকারি গাছ চুরির মামলা ইসমাইলের বিরুদ্ধে এবং পুলিশ চার্জশিট দিয়েছে সত্যতা উল্লেখ করে ইসমাইলের বিরুদ্ধে। এরপর গত ১৫ এপ্রিল মাদকদ্রব্য আইনে (হিরোইন) মামলা। গত ২২ সালের ডিসেম্বরে ঢাকায় মাদক নিয়ে ধরা পড়লে ইসমাইলকে বাঁচাতে তার দায়ভার বহন করে রবিউল ইসলাম নামের আরেকজন ৫০ গ্রাম হিরোইনের মামলায় হাজত বাস করছেন। সেসময় রবিউলকে কথা দিয়েছিল তার পরিবার ও মামলার খরচ ইসমাইল দিবে। কিন্তু সে রবিউলের পরিবারে সাথে যোগাযোগ রাখেননা। এছাড়াও ইসমাইলের বিরুদ্ধে এলাকাবাসির শত অভিযোগ। এতকিছুর পরও বহাল তবিয়তে রয়েছেন এক প্রধান শিক্ষকের বদৌলতে। এই প্রধান শিক্ষকের বিষয়ে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। যা আগামীতে তুলে ধরা হবে।

পরে উপজেলা শিক্ষা অফিসার লাইলা তাসলিমা নাসরিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ইসমাইলের বিষয়ে তদন্ত চলছে। আশাকরি খুব অল্প সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পাবো। এরপর তদন্তে সত্যতা পেলে অবশ্যই আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।
পরে গত ৩১ মে থেকে তিনদিন অনুপস্থিতির বিষয়ে অবগত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park