মোঃকামাল পারভেজ,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর শ্রীপুরে জৈনাবার আবদার কলেজ পাড়া বি জি এম স্কুল এন্ড কলেজ এর ছাএ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮শে মে) সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে বি জি এম স্কুল এন্ড কলেজ এর ছাত্র সংসদ নির্বাচন, এতে প্রতিষ্ঠান টির পুর্ব ঘোসিত তফসিল মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
সকাল থেকে সকল ভোটারদের সতস্পুর্থ ভাবে উপস্হিতি ভোট প্রধান পোস্টার টানানো হেন্ডবিল বিতরন সহ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে দুপুর ১ টার সময় কোন ধরনের অঘঠন বেতিরেকে ভোট গ্রহন সমাপ্ত করে নির্বাচন কমিশন।
বি জি এম স্কুল এন্ড কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মোট বৈধ ভোটার সংখ্যা ছিল ১৫৯ জন তন্মধ্যে ১১২ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
দুপুর ১ টা ৩০ মিনিটের সময় বি জি এম স্কুল এন্ড কলেজের ঘঠিত নির্বাচন কমিশন সকল ছাত্র ছাত্রী ও অভিভাবক ও স্হানিয় উপস্হিত অতিথিদের সম্মুখে ফলা ফল ঘোষনা করেন।
বি জি এম স্কুল এন্ড কলেজ ছাত্র সংসদ নির্বাচন ২০২৩ এর ফলা ফল, ১ নং ভেলটে ভিপি পদে মিথিলা ৮৬ ভোট,২ নং ভেলটে জিএস পদে শাপলা ৬০ ভোট,৩ নং ভেলটে এ জিএস পদে আকাশ ৬২ ভোট, ৪ নং ভেলটে সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক তৃষা ৬২ ভোট,৫ নং ভেলটে ক্রিয়া সম্পাদ রোমান ৭৮ ভোট, ৬ নং ভেলটে প্রচার সম্পাদক ফাহাদ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। এসময় উপস্থিত ছাত্র, ছাত্রী অভিবাবক ও উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ী দের ফুলের মালা দিয়ে বরন করেনেন,এবং নির্বাচনে যারা বিজয়ী হতে পারেননাই তাদেরকে বিরোধীদলের ভূমিকা পালন করার নির্দেশ দেন নির্বাচন কমিশ।
এসময় উপস্হিতি ছিলেন বি জি এম স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব আহাম্মদ আলী সরকার (ফজলু মিয়া), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন,তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মোঃ তারেক হাসান বাচ্চু সহ এলাকার শিক্ষানুরাগী,গন্যমান্য ব্যক্তিবর্গ।
বি জি এম স্কুল এন্ড কলেজ এর ব্যবস্হাপনা পরিচালক মোঃ নাসির উদ্দিন সরকার বলেন, আমাদের প্রতিস্ঠান টি তে সম্পুর্ন গুণগতমানের
শিক্ষা ব্যবস্হা করেছি,এখানে আপনারা অভিবাক গন ঘোরে দেখে যেতেপারেন আপনার শিশুটি আমাদের প্রতিষ্ঠান টি থেকে ধর্মীয়, ক্রীড়া,সাংস্কৃতিক, রাজনৈতিক চর্চা সহ সকল ধরনের সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং আমাদের স্কুল কেম্পাস টি সম্পুর্ন সবুজের সমারোহে ঘঠিত, ডিজিটাল সিসি ক্যমেরা দ্বারা নিয়ন্ত্রতিত, দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পরিচালিত, তাই আসুন আমরা আমাদের সন্তানদের আগামীর সুন্দর সাফল্য ময় বাংলাদেশ গড়ার জন্য তৈয়ারী করি যে বাংলাদেশ বিশ্বের দরবারে শিক্ষিত সম্মানের জাতি হিসাবে পরিচিতি পাবে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.