তপন দাস,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে পুকুর থেকে এক অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করছে কিশোরগঞ্জ থানা পুলিশ ।
আজ শুক্রবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমানের বাড়ির পাশের পুকুর থেকে ঔ লাশ উদ্ধার করে পুলিশ। এবিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্হলে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলার রহমানের ছেলে শামীম হোসেন সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে তাদের পুকুরে সাদা পাঞ্জাবি পরিহিত একজন কে ভাসতে দেখতে পান এবং তাৎক্ষণিক তিনি তার বাবাকে বিষয়টি অবগত করেন বলে জানা যায় । এদিকে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলার রহমানের সাথে কথা হলে তিনি বলেন সকালে আমার বড় ছেলে ঔ বৃদ্ধার লাশটি পুকুরে ভাসতে দেখে আমাকে জানায় এবং তখন আমি বিষয়টি নিশ্চিত হয়ে আমাদের কিশোরগঞ্জ থানায় অবগত করি।
এদিকে কিশোরগঞ্জ থানার ওসি ( অফিসার ইনচার্জ) রাজীব কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন আজ সকালে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ফজলার রহমানের বাড়ির পাশের পুকুর থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি এখনো সনাক্ত করা যায়নি ও কারণ ও জানা যায়নি তাই এটির একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.