মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
লেবু জাতীয় ফসল উৎপাদনে কৃৃষকদের উদ্বুদ্ধ করণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুরের ফুলবাড়ীতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭মে) বিকেল সাড়ে ৫টায় ২০২২-২০২৩ অর্থবছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) অতিরিক্ত উপ-পরিচালক( উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাহানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিবলী খন্দকার।
এছাড়াও বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকুনুজ্জামান খান, ফিরোজ হোসেন, ফারজানা মিমি, কৃষক প্রতিনিধি মালটা চাষী রেজাউল হক, মালটা চাষী বেলালুর রহমান প্রমুখ।
Leave a Reply