এসএম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
কালের আবর্তে মৃত প্রায় শীতলক্ষ্যা নদীটি। নদী ভাঙ্গন হতে রক্ষা ও নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগে শুরু হয়েছে খনন কাজ। গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগন্জ বাজার সংলগ্ন এলাকা থেকে রানীগঞ্জ বাজার হয়ে ইকোরিয়া গুদারা ঘাট পর্যন্ত মোট ৮.৯’১ কি.মি খনন কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল (৮ মে) সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ মুক্তিযোদ্ধা চত্বরে এই নদী খনন কাজের শুভ উদ্বোধন করেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক বিজয় ইন্দ্র শঙ্কর চক্রবর্তী, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।
নদী, খাল এবং জলাশয় প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ড এই নদীর খনন কাজ করছে। এতে সরকারের ব্যয় হবে প্রায় ৩১ কোটি টাকা।
শীতলক্ষ্যা নদীর ২০ মিটার গভীরতায় মোট ৮.৯’১ কি.মি. এলাকা খননকাজের দায়িত্বে রয়েছে ইউনাইটেড প্রোগ্রেসিস ড্রেজার ট্রেডিং। এতে বেড়ি বাঁধের নিরাপত্তায় ১৭০০ মিটার ব্লগ দিয়ে বাধানো,ওয়াক-ওয়েসহ ৭টি ঘাট নির্মাণ হবে। প্রকল্পটি ২০২৪ সালের জুনের ৩০ তারিখের মধ্যে এই খনন কাজ শেষ হওয়ার কথা হয়েছে।
অনুষ্ঠানে আর-ও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান,পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প পরিচালক, ইউপি চেয়ারম্যান এমএ ওহাব খাঁন খোকা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম,দফতর সম্পাদক জসিমউদদীন শিকদার,প্রচার প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ (ইমু) ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আঃ হাই শিকদার ও বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ-সময় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সিমিন হোসেন রিমি বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার, জনগণের কথা সব সময় চিন্তা করেন তাই আজ আপনাদের বহুল প্রত্যাশিত এই নদীর খনন কাজ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন,সরকার চায় সকল নদীগুলো প্রাণ ফিরে পাক, দূষণ ও দখল যেন আমাদের নদীগুলোকে ঘ্রাস করতে না পারে সেজন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হয়েছে।
Leave a Reply