মো.মাইনুল ইসলাম,সাভার(ঢাকা)প্রতিনিধিঃ
সাভারের আশুলিয়া সিলিন্ডার রিফিলের গোডাউনে অগ্নিকাণ্ডের ফলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোন রকমের হতাহতের ঘটনা না ঘটলেও পুরো দোকানটি আগুনে পুড়ে যায়।
বৃহস্পতিবার ৪ মে ভোর আনুমানিক ৬টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আবাসিক এলাকার মধ্যেই গোডাউনটিতে গ্যাস সিলিন্ডার রিফিল করা হতো। আজ বৃহস্পতিবার ভোরে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ হতে শোনা যায়। এসময় পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, আমরা ভোরে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করি। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও সিলিন্ডার মজুত করা টিনশেড গোডাউনটি ততক্ষণে পুড়ে যায়। গোডাউনটিতে ৩০-৪০টি ডাবল ও সিঙ্গেল পার্টের সিলিন্ডার মজুদ ছিল। এরই মধ্যে পাঁচ-ছয়টি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পারেন।
তিনি আরও বলেন, কোন ধরনের অনুমোদন ছাড়াই সেখানে সিলিন্ডার মজুত করে রিফিল করা হতো। তাদের কোন ফায়ার লাইসেন্সও ছিল না। এখন বিস্ফোরক অধিদপ্তর বিষয়টি দেখবে বলে তিনি জানান।
সংবাদ দাতাঃ
মোঃ মাইনুল ইসলাম, সাভার ঢাকা।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.