মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে র্যাবের সাঁড়াশি অভিযানে ৩৭৬ বোতল ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ও একটি সাদা রংয়ের প্রাভেটকার সহ ৪ জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১,দিনাজপুরের একটি আভিযানিক দল।
বুধবাবার রাতে পৌর শহরের দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের জোড়া ব্রীজের পূর্ব পাশে রাস্তায় চেক পোষ্ট বসিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলার হাকিমপুর উপজেলার ইটাই মনসাপুর এলাকার মোকছেদ আলী’র ছেলে দেলোয়ার হোসেন (৩২), একই এলাকার মৃত মনছের আলী’র ছেলে মাহাবুল আলম (৪২), মৃত মহির প্রধান এর ছেলে জাহাঙ্গীর (৩৫) এবং নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া হেলেঞ্চা এলাকার গোলাম রব্বানী’র ছেলে সোহেল রানা পলিন (৩৬)।
র্যাব-১৩, ক্রাইমপ্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার (২৬এপ্রিল) রাত সাড়ে ৯টায় মাদক কারবারীরা অভিনব কৌশলে প্রাইভেট কারে সিটের নিচে মাদক সেটিং করে নিয়ে যাওয়ার সময়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পৌর শহরের দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের জোড়া ব্রীজের পূর্বে পাকা রাস্তার উপর চেক পোষ্ট পরিচালনা করেন র্যাব। এসময় সড়ক বেরিগেট দিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশী চালিয়ে, ৩৭৬ বোতল ফেন্সিডিল-ফেন্সিগ্রিপসহ ৪জনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের থানায় হস্তান্তর করে।
ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানি নিষিদ্ধ মাদক ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ইত্যাদি সংগ্রহ করে প্রাইভেটকার যোগে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার হাকিমপুর ও ঘোড়াঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটক ব্যাক্তিরা দেশের সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল, ফেন্সিগ্রিপ ইত্যাদি সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম জানান, ব্যাবের একটি অভিযানিক দল তাদের আটক করে ৩৭৬ বোতল ফেন্সিডিল,ফেন্সিগ্রিপ ও মাদক বহনের কাজে ব্যাবহৃত প্রাভেটকার সহ ওই ৪জনকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করেছেন। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply