মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলা লেবুগাতী গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে এক গৃহবধূকে অমানবিক মারপিট ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে, এবিষয়ে ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। গতকাল সোমবার (২৫ এপ্রিল) সকাল আনুঃ ১০ টার সময় এঘটনা ঘটেছে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী উপজেলার লেবুগাতী গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে অনাথ বিশ্বাস(৩৫), মাঠে কৃষি কাজ করা অবস্থায় তার স্ত্রী পুষ্প বিশ্বাস(৩০), তার জন্য ঘটনার দিন সকালে ভাত নিয়ে যায়, ভাত খাওয়া শেষে ভিকটিম গৃহবধূ পুষ্প বিশ্বাস বাড়িতে রওনা হয়।
পথিমধ্যে একটি মাছের ঘেরের পাড়ে আসলে, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার নিতাই বিশ্বাসের ছেলে মিহির বিশ্বাস(৪০) ও দিপ বিশ্বাস(২২), এবং মিহির বিশ্বাসের স্ত্রী বিন্দে বিশ্বাস(৩৫)। ভিকটিম পুষ্প বিশ্বাসকে এলোপাতাড়ি মারপিটসহ আনুঃ ১ মাস আগে সিজার করা পেটে সেলাই স্থানে আঘাত করে। ফলে ভিকটিম মারাত্মক ভাবে আহত হয়, এবং অচেতন হয়ে পড়ে। ওই গৃহবধূর ডাক চিৎকারে মাঠে কৃষিকাজ করা স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী অনাথ বিশ্বাস স্ত্রীকে উদ্ধার করে দ্রুত প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে ভিকটিমের অবস্থা খারাপ হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
বর্তমান ওই গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবিষয়ে ভুক্তভোগী অনাথ বিশ্বাস বলেন, আসামিদের সাথে অনেক আগে থেকে টাকা পয়সা নিয়ে আমাদের সাথে ঝামেলা ছিলো। যে কারনে আমার স্ত্রীকে ফাঁকা মাঠের মধ্যে একা পেয়ে বেধড়ক মারপিট ও শ্রীলতাহানির ঘটনা ঘটিয়েছে, এবং আসামিরা আমাদের খুন জখমের হুমকি দিচ্ছে।
এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, উভয় পক্ষের ২টি অভিযোগ পেয়েছি, ওই ২টি অভিযোগের তদন্ত করা হবে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.