এসএম মাসুদ, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জ-কাপাসিয়া উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে চর বাঘুন গনপাঠাগার ও সমাজ কল্যান সংঘের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষা ২০১৯ -এর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
উন্নত শিক্ষা দেশ ও জাতিকে এগিয়ে নিতে পারে। সেজন্য সরকার শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার শিক্ষাবান্ধব। দেশ ও জাতির উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত।
রবিবার (২৩শে এপ্রিল) সকাল ১০টায় উপজেলা মোক্তারপুর ইউনিয়নের চর বাঘুন ঈদগাহ মাঠে মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ আশরাফ উদ্দিন মোল্লা’র সভাপতিত্বে ও মোতাহার হোসেন সেলিমের সঞ্চালনায় ভারচুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ যাত্রী কল্যান সমিতির উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব মোঃ আইবুর রহমান খাঁন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাসুদুর রহমান খাঁন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন সরকার রতন,প্রশাসনিক কর্মকর্তা রওনাক জাহান,মোর্শেদ আলম বকুল,বিশিষ্ট ব্যবসায়ী দুলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মকবুল হোসেন।
বক্তব্য রাখেন,যতিন্দ্র চন্দ্র সরকার, দুর্গাপুর ইউনিয়নের সাবেক মেম্বার হজরত আলী, মাইন উদ্দিন ফকির,প্রভাষক মাওলানা হাবিবুর রহমান,প্রফেসর মাহমুদুল হাসান, অধ্যাপক সাখাওয়াত হোসেন সোহাগ, মোঃ শহিদুল্লাহ প্রিন্সিপাল অফিসার ইসলামী ব্যাংক,শিক্ষক নেতা আশরাফ উদ্দিন মোল্লা,তারাগঞ্জ এইচ এন্ড স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ ফিরোজ উদ্দিন সরকার ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
এছাড়াও উপস্থিত ছিলেন,চর বাঘুন গনপাঠাগার ও সমাজ কল্যান সংঘের নেতৃবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকগণ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র পুরষ্কার তুলে দেন। মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণীর ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।
Leave a Reply