মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ উপলক্ষে, এলাকাবাসীর আয়োজনে সিনিয়র প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ এপ্রিল বিকেলে শতশত দর্শকের উপস্থিততে এখেলা অনুষ্ঠিত হয়।
ওই খেলায় ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান, নওয়াপাড়া সরকার গ্রুপের উপ-পরিচালক আবু সাইদ সরকার।
৫ নং শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন। প্রীতি ফুটবল খেলার সার্বিক পরিচালনায় ছিলেন, মিলন রেজা,মুন্না,শরিফুল ইসলাম, আইয়ুব আলী, ইমদাদ গাজী, মাজহারুল, মুকুল, মুক্ত আল নাসিমসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তি প্রমুখ। খেলায় অংশগ্রহন করেন, সোনালী একাদশ ও সূর্যমুখী তারকা একাদশ। ওই খেলায় সূর্য তারকা ৪-১ গোলে সোনালী একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন। পুরস্কার বিতরণ শেষে খেলার সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply