এইচ এম শাহিন,শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ
শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাহরাইন প্রবাসী মোঃ সোহেল রানা কতৃক প্রতিষ্ঠিত এবং একই গ্রামের আল আমিন এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত উদ্দেশ্য ভালো কিছু করা সেবা মূলক সংগঠন এর মাধ্যমে অসহায় দরিদ্র প্রতিবন্ধী এবং বিধবা মহিলাদের মাঝে ঈদ বাজার বিতরণ করা হয়।
গতকাল ২২ এপ্রিল রোজ শুক্রবার অসহায় দরিদ্র এবং প্রতিবন্ধী বিধবা মহিলাদের মাঝে ঈদ বাজার বিতরণ করা হয়। উক্ত সেবা মূলক সংগঠন এর প্রতিষ্ঠাতা সোহেল রানা বলেন বিগত ৫ বছর যাবত এই রকম ঈদ বাজার বিতরণ করে আসছেন। অসহায় দরিদ্র এবং বিধবা মানুষগুলো উদ্দেশ্য ভালো কিছু করা সংগঠনের সহায়তার জন্য তাদের দিকে চেয়ে থাকেন।
সোহেল রানা বলেন এইরকম মানবিক কাজ করতে দেশ এবং প্রবাস থেকে অনেকেই সহয়তা করে থাকেন। বিশেষ করে প্রবাসীরা এই সংগঠনের দাতা সদস্য হিসেবে সহায়তা করেন। সোহেল রানা বলেন ২০২৩ সালে ১২০ জন পরিবারকে ঈদ বাজার বিতরণ করা হয়েছে। প্রতিজন কে ১৫ পদের পন্য সামগ্রী দেওয়া হয়। প্রতি প্যাকেজে যা যা থাকে সেমাই দুইটা, পোলাও এর চাউল, ডাল, চাউল, লবণ, আলু, পেয়াজ, মসলা, সয়াবিন তেল, দুধ, সাবান, চিনি, মুরগী, ইত্যাদি।
সংগঠন পরিচালক আল আমিন এর সাথে কথা বলে জানা যায় অতীতে অনেকেই উদ্দেশ্য ভালো কিছু করা সেবা মূলক সংগঠন এর ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু সমস্ত প্রকার ষড়যন্ত্র থেকে মানুষের দোয়া এবং ভালোবাসায় আজ তারা এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছে । আল আমিন আরো বলেন মানুষের বিশ্বাস এবং তাদের প্রতি মানুষের যে আস্থা সেটা কে ধারণ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে উৎসাহ প্রদান করেন।
সোহেল রানা দৈনিক অপরাধ তল্লাশি কে জানান ঈদের দিন যেন মানুষ ভালো কিছু খাইতে পারে এবং তাদের মুখে যেন হাসি থাকে সেই চেষ্টাই করেন উদ্দেশ্য ভালো কিছু করা সংগঠন। তিনি আরো বলেন ভবিষ্যতে মানুষের আস্থা এবং ভালোবাসাকে বুকে ধারণ করে মানবতার সেবায় বহুদূর এগিয়ে যেতে চান। এবং তিনি উদ্দেশ্য ভালো কিছু করা সংগঠনের সকল দাতা সদস্যদের জন্য মানুষের কাছে দোয়া চান এবং মসজিদেও দোয়া করার জন্য ইমাম সাহেবদের আহবান জানান।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.