স্টাফ রিপোর্টার,সজীব ঢালীঃ
শ্রীপুর উপজেলার যুবলীগের পক্ষথেকে জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান শ্রীপুর উপজেলার যুবলীগের সভাপতি কমর উদ্দিন।
শ্রীপুর উপজেলার যুবলীগের পক্ষ থেকে শ্রীপুর বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উপজেলার যুবলীগের সভাপতি কমর উদ্দিন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একান্ত স্বাক্ষাকারে কমর উদ্দিন বলেন কোন বৈষম্য না করে, ধনী গরীবের ভেদাভেদ ভুলে সকল মানুষ কে ভালোবাসে, শ্রীপুর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে।
তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজন সহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।
তিনি আরোও বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।ধনী গরীব সকল ভেদাভেদ ভুলে,এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপনের আহ্বান জানান এই নেতা।এবং শ্রীপুর বাসীকে জানাই ঈদ মোবারক!
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.