1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

ফুলবাড়ীতে হিট স্ট্রোকে ৭শ’ মুরগির মৃত্যু, লোকসানে খামারি-দৈনিক অপরাধ তল্লাশি 

  • আপডেট সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার পঠিত

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

প্রকৃতির বিরূপ আচরণে গত কয়েকদিন ধরে অব্যাহত দাবদহের ফলে দুর্ভিসহ অবস্থায় পড়েছে মানুষ। পশু পাখিরাও এর ব্যতিক্রম নয়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বুসরা এগ্রো ফার্মে হিট স্ট্রোকে এক দিনে ৭০০ ব্রয়লার মুরগির মৃত্যু হয়েছে। এতে লোকসানে পড়েছেন খামারি। এ‌তে এলাকার খামারিদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। অনে‌কে লোকসান হলেও দ্রুত মুরগি বিক্রির চেষ্টা করছেন।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ৩টা থেকে ৫টার মধ্যে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শমশের নগর গ্রামের মো. বাবু ইসলামের খামারে এ ঘটনা ঘটে। দিনাজপুর আবওহাওয়া অফিস সুত্রে জানাগেছে, বুধবার (১৯এপ্রিল)জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ডিগ্রী সেলসিয়াস।গত মঙ্গলবার (১৮ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ১ডিগ্রী সেলসিয়াস। খামারি বাবু ইসলাম জানান, তার খামারে মোট এক হাজার ৬০০ মুরগি ছিল। প্রতিটি মুরগির বয়স ছিল ২৯ দিন এবং ওজন প্রায় দুই কেজি। এর মধ্যে মঙ্গলবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টার মধ্যে অতিরিক্ত গরমের কারণে ৭০০ মুরগি মারা যায়। গরম থেকে মুরগি বাঁচানোর জন্য খামারের ভেতরে পানি ও বড় ফ্যানের ব্যবস্থা ছিল। এর পরেও মুরগি গুলো রক্ষা করতে পারিনি। আর কয়েকদিন থাকলেই প্রতিটি মুরগির ওজন হতো তিন কেজি। খামারি বাবু বলেন, তাই এই গরমে আর মুরগি রাখবো না। যতটুকু আছে সব মুরগি বিক্রি করে দিচ্ছি। এতে ক্ষ‌তি হলেও কিছুটা পু‌জি পাওয়া যা‌বে। মারা যাওয়া মুরগি গুলো সোয়া দুই লাখ টাকায় বিক্রি করা যেত। ঈদে বিক্রির জন্য রেখেছিলাম, কি আর করবো সবি কপাল।

একই এলাকার খামার মালিক হাবিবুর রহমান রতন বলেন, খাদ্যের যে দাম তারপরও অনেক কষ্ট করে মুরগিগুলো পালন করেছি। আমার এলাকায় এক খামারে গরমে মুরগি মারা গেছে। গরমে এভাবে মুরগি মারা গেলে মুরগি রাখা যাবে না। লোকসান হলেও মুরগি বিক্রি করে দিতে হবে। উপজেলা প্রা‌ণি সম্পদ অধিদপ্তর সূত্র বলছেন, অতিরিক্ত গরমে মুরগির হিটস্ট্রোক হচ্ছে। খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে না পারলে কোন কার্যকরী ফল পাওয়া যাবে না। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী উপজেলায় মোট মুরগির খামার ১৭৬টি এর মধ্যে ব্রয়লার মুরগীর খামার ১৫০টি এবং লেয়ার মুরগীর খামার ২৬টি রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম বলেন, এই ধরনের আবহওয়ায় মুরগির খামারে সবচেয়ে বড় সমস্য হলো তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পেলে তা নিয়ন্ত্রণ করতে না পারলে খামারের ক্ষতি হবে এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, যে সব খামার টিনসেডের সেসব খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে ছায়াযুক্ত স্থানে সেড করতে হবে। এছাড়াও টিনের চালার উপরে চট,খড়,পাতা ব্যববহার করা যেতে পারে, এতে কিছুটা শীতল থাকবে সেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park