এইচ এম শাহিন শেখ রাব্বানী,শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ
শ্রীপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মোঃ তরিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীপুর গাজীপুর, আরো উপস্থিত ছিলেন এডঃ শামসুল আলম প্রধান চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভুমি সহকারী কমিশনার আল মামুন, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম. নাসিম।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা দায়িত্বরত সরকারি কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা কে স্মার্ট ও মানবিক উপজেলা হিসেবে গড়ার লক্ষ্যে এবং উপজেলার প্রতিটি মানুষের অধিকার বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান। উপজেলার নিরাপত্তার জন্য সকল প্রকার সরকারি কর্মকর্তাদের একসঙ্গে কাজ করতে আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে স্মৃতিচারণ করেন বক্তারা। মুজিবনগর সরকার বাংলাদেশের সৃষ্টির ক্ষেত্রে অপরিসীম ভূমিকা পালন করেছে বলেও বক্তার উল্লেখ্য করেন।
Leave a Reply