মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে মমিনুল ইসলাম (২১) নামের এক রিক্সা ভ্যান চালক স্ত্রীর উপর অভিমান করে আত্মহত্যা করেছে স্বামী। রোববার (১৬ ই এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পৌর এলাকার চকসাবাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
মমিনুল ইসলাম পৌর এলকার চকসাহাবাজপুর গ্রামের মৃত মালেক এর ছেলে। তিনি পেশায় একজন ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গত একমাস আগে পারিবারিক কলহের জেরে স্ত্রী শাম্মী আক্তার, মমিনুল ইসলামকে তালাক দিয়ে একটি ছেলে সন্তান সহ বাপের বাড়ি চলে যায়। এরপর থেকে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি। অপরদিকে মমিনুল ইসলামের কিছু ঋণ ছিল, কিছুদিন আগে তার উপার্জনের একমাত্র মাধ্যম ব্যাটারি চালিত রিক্সা ভ্যানটিও চুরি হয়ে যায়। এসব বিষয় নিয়ে মমিনুল মানসিক বিকারগ্রস্থ ছিলেন। রোববার স্ত্রী শাম্মীর সাথে মমিনুলের মুঠো ফোনে কথা হয়। এরপর সন্ধ্যায় তার নিজ শয়ন কক্ষের বর্গার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মমিনুল। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশ কে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহের সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।এই বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মরদেহদটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ধারনা করা হচ্ছে স্ত্রীর ওপর অভিমান করেই সে এমন কাজ করেছে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.