নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া এলাকায় দাদার সাথে অভিমান করে শাকিব (১৭) নামের এক কিশোরের বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রোববার (১৬ ই এপ্রিল) সকালের দিকে উপজেলার ভিটিপাড়া গ্রামের চদরির ভিটা এলাকার নিজ বাড়ি থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। গতরাতে নিজ বাড়িতে বিষপানে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রওশন।
নিহত কিশোর শাকিব (১৭) ভিটিপাড়া গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি মেম্বার মুক্তার হোসেন বলেন, শনিবার বিকেলের দিকে বাহির থেকে বাড়িতে ফিরে গোসল করতে যান শাকিব। এসময় তার শরীরে বেশি সাবান দেওয়া নিয়ে তাঁরই দাদা মাহমুদ হাসান শাসন করে।
একপর্যায়ে শাকিবকে বকাবকি করলে সে সেখান থেকে চলে যায়। এতে অপমানিত হয়ে দাদার সাথে অভিমান করে বিষপান করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাকিব।
নিহতের স্বজনরা জানান, রোববার সকালের দিকে মরদেহের দাফনের প্রস্তুতি চলছিল। এসময় হঠাৎ পুলিশ এসে কাফন পড়ানো অবস্থায় লাশ নিয়ে যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রওশন জানান, শাসন করায় অভিমানে বিষপানে শাকিব নামের এক কিশোর মারা গেছে বলে আমরা প্রাথমিক ভাবে জেনেছি।
পরে রোববার সকালের দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.