রিয়াজুল হক সাগর, রংপুর প্রতিনিধিঃ
সারাদেশের মতো রংপুরেও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে। পাবলিক লাইব্রেরী মাঠে দুই দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধনীর মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।পরে নগরীর টাউনহল থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুল বটতলায় গিয়ে আলোচনা সভা হয়।
শুক্রবার (১৪ ই এপ্রিল) বাংলা নববর্ষ বরণের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। দিনব্যাপী অনুষ্ঠান সুচির উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেন, মহামারী করোনার কারণে এর আগে এত আড়ম্বরে বাংলা বর্ষবরণ উদযাপন হয়নি গত বছর পালন করা হলেও সীমাবদ্ধতা ছিল এ বছরে উৎসবমুখর পরিবেশে সকল বিভেদ ভুলে আমরা বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করছি। বিগত বছরের সকল জরাজীর্ণ তা ভুলে সবাই এক হয়ে সোনার বাংলা গঠনে কাজ করার আহ্বান জানান তিনি।
জিলা স্কুল বটমূলে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ,প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।পরে নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পকলা একডেমিসহ অন্যান্য সংগঠনের শিল্পীরা।
Leave a Reply