আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ-
হাজ্বী মুছামিয়া নূরানী মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের পশ্চিম চরজুবিলী গ্রামে হাজী মুছামিয়া নূরানী তা'লিমূল কোরআন মাদ্রাসার সেমি পাকা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ ই এপ্রিল ) সকাল ১০ টায় মাদ্রাসা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।
মাদ্রাসার সভাপতি মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায়
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫নং চরজুবিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু।
বিশেষ অতিথি ছিলেন
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মুছামিয়া, সহসভাপতি কামাল চৌধুরী, উপদেষ্টা আবুল কাশেম মিয়া, হাজী আবদুল হক চৌধুরী, হাজী সোলাইমান।
আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রাব্বুল, রুবেল চৌধুরী, হাফেজ ইব্রাহিম, জসিম উদ্দিন, জাকার হোসেন, বেলাল হোসেনসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
উল্লেখঃ- ২০১৫ সালে এলাকার যুব সমাজ ও গণ্যনান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় দ্বীনি এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকার কোমলমতি শিশুরা এ মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ শেষ করে দেশের নামি-দামি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ণরত রয়েছেন, এলাকায় বেশিরভাগ মানুষ নিন্মআয়ের হওয়ায় মাদ্রাসাটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, প্রবাসী ও দেশের স্বচ্ছল মানুষের কাছে মাদ্রাসার উন্নয়নের জন্য সহযোগিতার আহবান জানান মাদ্রাসার সভাপতি মাওলানা জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.