রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
হারাগাছে জোবেদা -ওহাব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা বৃত্তি প্রদান
হারাগাছে জোবেদা -ওহাব ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান অনুষ্ঠানটি হারাগাছ দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনেরসহ-সভাপতি, অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়নের উপ-পরিচালক নীলফামারী মহোদয় জনাব দিলগীর আলম।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও সাহিত্যকর্মী মাসুম মোরশেদ, কবি ও প্রাবন্ধিক তাপস মাহমুদ।
জোবেদা-ওহাব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ময়নুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পরিচালক সায়ফুল ইসলাম মাস্টার, আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক ফরহাদুজ্জামান ফরহাদ, দরদী হাইস্কুলের শিক্ষক আমিনুর রহমান সুমন এবং রাজশাহী মেডিকেলে হারাগাছ থেকে সুযোগ পাওয়া সুফলভোগী শিক্ষার্থী তাসরিফা তাসনিম অথৈ।
প্রধান অতিথি কবি দিলগীর আলম তাঁর বক্তব্যে জোবেদা-ওহাব ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোহাম্মদ মনিরুজ্জামানের প্রতি হারাগাছবাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদেরও ভবিষ্যতে গর্বিত মানুষ হয়ে তেমন উদ্যোগী হবার আহবান জানান।
শেষে অনুষ্ঠানে ৫৬ জন শিক্ষার্থীর মাঝে একলক্ষ আটাশ হাজার টাকা নগদ বিতরণ করা হয়। শিক্ষাবৃত্তি শেষে জোবেদা -ওহাব ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত তারিকুল ইসলাম তৌফিক এর পক্ষে তার বাবা ক্রেষ্ট গ্রহণ করেন। তরিকুল ইসলাম তৌফিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও তাসরিফা তাসনিম অথৈ রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় অভিনন্দন ক্রেষ্ট প্রদান করা হয়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.