কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধিঃ
কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরের কাপাসিয়ায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন।
কাপাসিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দাস এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার (ভুমি)নাজমুল হুসাইন,থানা অফিসার ইনচার্জ এ এইচএম লুৎফুল কবির,পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান,পুলিশ পরিদর্শক (অপারেশন) আনিসুর আশিকান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,উপজেলা প্রকৌশলি মাইন উদ্দিন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহসীন খাঁন বকুল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা জাকির হোসেন চৌধুরী কামাল,জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী,সাধারণ সম্পাদক মুছা খাঁন রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল,দৈনিক ইত্বেফাক প্রতিনিধি শাহীন,
কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমীন দেওয়ান,কালীগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সুন্দর সাবলীল ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষাকে গ্রহণ করে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনুভূতি ব্যক্ত করেন ও সাংবাদিকদের উপর নির্যাতন, হয়রানি বন্ধের প্রতিবাদে বক্তব্য রাখেন।
Leave a Reply