1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

কাপাসিয়া থানা ওসির অশ্রুসিক্ত বিদায়–দৈনিক অপরাধ তল্লাশি 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৮০ বার পঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফএম নাসিম থানা থেকে বিদায়ের বেলা তার সাথে দেখা করতে আসা বিভিন্ন পর্যায়ের মানুষদের অশ্রুসিক্ত কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।

এ সময় অফিসার ইনচার্জ এ এফএম নাসিম ও অন্য পুলিশ কর্মকর্তারা তাদের চোখের অশ্রু ধরে রাখতে পারেনি। সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। একজন পুলিশ কর্মকর্তাকে মানুষ আপন মনে এতো ভালো বেসেছেন,তা চোখে না দেখলে অনুভব করা সম্ভব নয়।
গত ২৯ মার্চ সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত ওসি বিদায় বেলায় তার বাসায় এই দৃশ্যের অবতারণা হয়। মনে হচ্ছিল কাপাসিয়াবাসী যেন তাদের হৃদয়ের একজন মানুষকে হারিয়ে ফেলেছে।ওসি নাসিম যেন কাপাসিয়া বাসীর কাছে একজন মানবদরদী ও জননন্দিত মানুষ ছিল। কাপাসিয়া কর্মস্থলে এসে দায়িত্ব পালনকালে মানুষকে ভাল সেবা ও নিরাপদে ঘুমানোর নিশ্চয়তা দিয়েছেন তিনি।

কাপাসিয়া থানা সূত্রে জানা গেছে,ওসি নাসিম বিভিন্ন শ্রেনী পেশার অসহায় মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিতেন।
এদিকে,হঠাৎ ওসি রদবদল হওয়ার বিষয়টি উপজেলা সদরে ছড়িয়ে পড়লে শহরের কমিউনিটি পুলিশিং কর্মকর্তা,বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ,ব্যবসায়ী, রাজনীতিবিদসহ ,আলেম-ওলামা ওসি নাসিম কে দোয়া করতে দেখা যায়।

এ-সময় অনেকে বলেন, স্বাধীনতার ৪৯ বছরে এ ধরনের মানবিক,সামাজিক ও জনদরদী, মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার ওসিকে তার দায়িত্ব পালন করতে দেখেননি। তিনি কাপাসিয়া থানায় দায়িত্ব পালনকালে আইন-শৃংখলার পাশাপাশি এ শহরের কিশোর গ্যাংয়ের যে ভয়াবহ উৎপাত ছিল তা দমন করতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের একজন কর্মদক্ষ পুলিশ অফিসারকে হঠাৎ এভাবে চলে যেতে হবে তা’ কেউ কামনা করেননি।এ ব্যাপারে প্রতিবেদকের বক্তব্য- আমাদের সমাজে অনেক মানুষ আছে, তবে ভাল সেবা ও মানুষকে ভালবাসার মানুষের অভাব রয়েছে।

তিনি অত্যন্ত সদালাপী প্রকৃতি প্রেমী মানুষ ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনুসারে কাপাসিয়া থানার পুরাতন জড়াজীর্ণ ভবন অপসারণ করে রকমারি ফুলের ও সুন্দর সবজি বাগান করেছেন। নিজের অর্জিত অর্থে নিপুন সাজে সজ্জিত করেছেন থানার অফিস কক্ষগুলো।
যিনি কাপাসিয়ার সাংবাদিকদেরও পেশাগত দায়িত্ব পালনে সব সময় তথ্য দিয়ে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। ভাল ও নীতিবান মানুষের মর্যাদা এ সমাজে থাকবে এটাই সত্যি।বিদায়ী ওসি দীর্ঘ ১৭ মাস কাপাসিয়ায় দায়িত্ব পালন করেছেন। তিনি পরবর্তীতে গাজীপুর জেলার শ্রীপুর থানায় অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করবেন।

কাপাসিয়াবাসীর কল্যাণে ভালো কাজগুলো অনুপ্রেরণা হয়ে থাকবে অনন্ত কাল।আল্লাহ পাক গাফুরুর রাহিম সুস্হতার সহিত নেক হায়াত দান করুক।পরিবার প্রিয়জনদের নিয়ে সবসময় সুখে থাকুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park