কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় বাবার সাথে স্কুলে যাওয়া পথে রায়হান নামে এক স্কুল শিক্ষার্থীর নিহত হয়েছে।
গতকাল বুধবার ২৯ শে মার্চ সকাল সাড়ে ৯ টায় উপজেলার সনমানিয়া ইউনিয়নের কালিয়াব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল থেকে রায়হান সড়কে পড়ে গেলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
নিহত রায়হান (৫) সনমানিয়া গ্রামের হোসাইন আল মামুন রনির ছেলে। সে ওই এলাকার আড়াল বর্ণমালা স্কুলের নার্সারির শিক্ষার্থী। থানা সূত্রে জানা গেছে, রায়হান তার বাবার সাথে মোটরসাইকেলে করে স্কুলে যাওয়ার পথে কালিয়াব নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইট বোঝাই ট্রাককে সাইড দেওয়ার সময় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। সে সময় রায়হান ছিটকে সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা টাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে।
নিহত রায়হানের নানা ও স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোফাজ্জল জানান, রায়হানের বাবার সাথে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। সড়কে একটি অটোরিকশা কে সাইট দেওয়ার সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে আসে। মোটরসাইকেলটির গতি নিয়ন্ত্রণ করতে গেলে সড়কে পড়ে যায়। মোটরসাইকেল থেকে রায়হান ছিটকে সড়কে পড়ে গেলে সে সময় ইট বোঝাই ট্রাকটি মাথার উপর দিয়ে চলে যায়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সে মারা যায়। তিনি আরো বলেন, অবৈধ ট্রলি দিয়ে মাটি বহন করার সময় সড়কে মাটি পরে কাঁদার সৃষ্টি হয়। সেই কাঁদায় মোটরসাইকেলটি পিছলে গিয়ে এই দুর্ঘটনার সৃষ্টি হয়। দুর্ঘটনায় রায়হানের বাবা গুরুতর আহত হয়। তাকে স্থানীয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, বৃষ্টিতে রাস্তায় মাটি ভিজে কাদাযুক্ত থাকায় মোটরসাইকেলটি পিছলে গিয়ে এর দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2024 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.