নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে, ঘটনাটি ঘটেছে (২৩ই মার্চ ২০২৩ইং) সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় এ ঘটনায় মৃত রজব আলী(পলু মেম্বারের) ছেলে মোঃ জালাল হোসেন (জামাল পালোয়ান) বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, ১। মোঃ মনির হোসেন (৩৫), পিতা- মৃত শামছুল হক, ২। মোঃ তোফাজ্জল হোসেন (৫০), ৩। মোঃ তাইজ উদ্দিন (৪৫), উভয় পিতা- মৃত মামুদ আলী ৪। মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতা- মৃত জসিম উদ্দিন, ৫। মোঃ জাকির হোসেন (৩৮), ৬। মোঃ আনোয়ার (৪০), উভয় পিতা- তোফাজ্জল হোসেন, ৭। মোঃ জাহাঙ্গীর (৪০), পিতা- মৃত খেচু শেখ, সর্ব সাং- গাজীপুর, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর ।
অভিযোগ সূত্রে জানাগেছে, ৭২২৫ নং আম মোক্তার নামা দলিল মূলে ৩নং গাজীপুর মৌজার ৩৫ শতাংশ জমির মালিক নিয়ত হইয়া উক্ত জমি হইতে ৪.১০ শতাংশ জমি আমার স্ত্রী সালমা আক্তার এর বরাবর প্রদান করি এবং তাহার নামে নামজারী জমা ভাগ করা আছে, যাহার জোত নাম্বার- ৮৫৮৬। উক্ত জমি চতুর পাশে আমি সিমেন্টের পিলার ও কাটা তার দিয়া বাউন্ডারি নির্মান করিয়া ভোগ দখল করিয়া আসিতেছি। বিবাদীগন অন্যায় ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বর্ণিত জমি জবর দখল করার পায়তারা করিয়া আসিতে থাকে।
জামাল পালোয়ান জানান
আমাকে মারধর সহ খুন জখম করিবে মর্মে হুমকি দিয়া আসিতে থাকে এবং আমার নিকট ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা না দেওয়ার কারনে (২৩ই মার্চ ২০২৩ইং) তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বিবাদীগন জমিতে থাকা ২০০ টি সীমানার সিমেন্টের পিলার ভাংচুর করিয়া অনুমান ১ লক্ষ টাকার ক্ষতি করেছে এবং কাটা তার নিয়া যায়, যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকা। এসময় আমি ও আমার স্ত্রী এবং আমার মা নিষেধ দিলে বিবাদীগন এলোপাথারী ভাবে মারধর করিয়া নিলাফুলা জখম করে। আমাদের ডাকচিৎকারে আশপাশ হইতে লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীগন খুন জখমের হুমকি ধামকি দিয়া চলিয়া যায়।
মনির হোসেন জানান এই দাগে আমাদের জমি আছে আমিও থানায় অভিযোগ করেছি।
এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply