নিজেস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা বরমী ইউনিয়নের বরমীতে নাটকীয় কায়দা মালিকানাধীন অটোরিক্সা ভাড়া নিয়ে চালানোর কথা বলে বিক্রি করে দেই বলে থানায় অভিযোগ।
এ বিষয়ে শ্রীপুর থানাধীন বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের মৃত আব্বাস আলী ছেলে মোঃ সুরুজ মিয়া, বাদি হয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন, অভিযোগ সূত্রে অভিযুক্তরা হলো ১, মোঃ হারুন পিতা মোঃ বাবুল,২ মোঃ নাজমুল (৩০) ঘড় জামাই পিতা অজ্ঞাত , শুশ্বর-লেমু মিয়া, সাং বরমী ডুলিপাড়া ৩, মোঃ বাবুল (৫০), পিতা -মৃত্যু দুলু মিয়া,সর্ব সাং বরমী শ্রীপুর গাজীপুগণদের বিরুদ্ধে অভিযোগ করেন, উক্ত ঘটনায় জানাজায় যে অনুমান ১ সপ্তাহ যাবৎ বাদির মালিকানাধীন গাড়ী একটি ৮সিট বিশিষ্ট ০৫ ব্যাটারী সংবলিত অটোরিক্সা যার মূল্য ১,৭৬,০০০/- টাকা দৈনিক ভাড়া নিয়ে চালাইয়া আসিতে থাকে গত ১৭/০৩/২০২৩ তারিখ সকাল অনুমান ০৮.০০ টার সময় ১ নং বিবাদী প্রতিদিনের মত বরামা চৌরাস্তায়, অবস্থিত গ্যারেজ হতে অটোরিক্সা নিয়ে বাহির হয়ে যায়, পড়ে নিদিষ্ট সময়ের মধ্যে ১নং বিবাদী অটোরিক্সা নিয়ে গ্যারেজে ফিরে আসে নাই।
যার কারনে ১ নং বিবাদীকে বিভিন্ন জায়গায় খোজাখুজির একপর্যায়ে জানিতে পারে বিবাদী ব্যক্তিরা পরস্পর যোগসাজশে অটোরিক্সা টি নিয়া বিক্রয় করিয়া অর্থ আত্মসাৎ করার পায়তারা করছে এক পর্যায়ে বাদি পক্ষের লোক আরো জানতে জানান যে স্থানীয় কিছু ফার্মিসী থেকে বিভিন্ন রোগের ঔষুধ একত্রিত করে ঘুড়া করে এক ধরনের নৈশা তৈরি করা হয় যেটাকে স্থানীয় ভাবে মিক্রার/ জ্যাকী ফাইল হিসেবে পরিচিত ইয়া সেবন করলে শরিরে চাংগা ভাবের সৃষ্টি হয়।
এমন কি নিজে নিজের শরিরে প্রচন্ড আঘাত করিরেলো পিনিকরত অবস্থা শরিরে কোনু রকম বেথ্যা অথবা যন্ততা অনুভব হয়না এরি ধারাবাহিকতায় নাটকীয় ভাবে সে অটোরিক্সা টি গায়েব করে আত্মসাৎ করে ও নিজেকে নির্দোশ প্রমান করার জন্য বিভিন্ন প্রন্থা অবলম্বন করছে। ১ নং আসামি বিরুদ্ধে এর আগেও বরামা চৌরাস্তা বাজার পুরাতন বাষ্টেনে তার নিজের বাবারি চায়ের দোকানের টিন কেটে মালামাল এবং টাকা পয়সা এল ইডি টিভি চুরির করে এর দীর্ঘদিন পড় তারা ধরা পড়ে আবার তাঁরাই বিচারকার্য বিরত থাকতে অন্য মানুষের নামে মিথ্যা তথ্য দিয়ে বাজারে বিভ্রান্তির সৃষ্টি করে পরবর্তীতে আসল অপরাধী মোঃ হারুন ও নাজমুল এবং তাদের দলবল ধরা পড়লে বরমী পুরাতন বাস স্ট্যান্ড, বণিক সমিতি ও স্থানীয় গন্যমান্য লোকজন তাদের স্থানীয় বিচার করে মিমাংসা করে বরমী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় আসতে নিষিদ্ধ করা হয়। এবং প্রতি ব্যবসায়ীরা প্রতিরাতে রাত জেগে বাজার পাহাড় দিয়েছে বাজারের ব্যবসায়ীরা অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের বিরুদ্ধে একাধিক চুরি সহ বিভিন্নরকম অপরাধের সাথে যুক্ত থাকে। তাদের কে কঠিন বিচারের আওতায় এনে ন্যায় বিচার সহ কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য আনশৃঙ্খলা বাহিনীর নিকট হস্তক্ষেপ জরুরী।।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনিরুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শেষে আইনী ব্যবস্থা নেওয়া হবে ।
Leave a Reply