1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

কবিতাঃপারবে কি তুমি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ১০৩ বার পঠিত

কবিতা
পারবে কি তুমি
লেখকঃমোহাম্মদ আলী (বি.কম)

সবার মন জয় করতে পারবে কি তুমি ?
অপমান অপদস্থ নিরুপায়ই হবে তুমি নিশ্চয়ই,
মানুষ বিবেকহীন এক অকৃতজ্ঞ প্রাণী,
ব্যক্তিগত স্বার্থ ও উদ্দেশ্য সাধনই,
তার নিকট সবচেয়ে বেশি দামি।
বিশ্ব শান্তির দূত মুহাম্মদ ( সঃ) যিনি,
সবার মন জয় করতে পারেননি তিনি,
বল কিভাবে তুমি করিবে সবার মন জয়,
আসমান জমিনের দৃশ্যমান ও অদৃশ্যমান,
সবকিছুর মালিক মহান সৃষ্টিকর্তা যিনি,
সবার মন জয় করতে পারেননি তিনি,
বল কিভাবে তুমি করিবে সবার মন জয়,
বাংলার মহান স্থপতি বঙ্গবন্ধু যিনি,
পরাধীন বাঙালি জাতিকে সব অধিকার সহ,
বাংলার স্বাধীনতা এনে দিয়েছিলেন তিনি,
সবার মন জয় করতে পেরেছিলেন কি তিনি?
সবার মন জয় করে স-পরিবারে,
সুখ শান্তিতে বাঁচতে পারেননি তিনি,
বল তুমি কিভাবে করিবে সবার মন জয়,
বাংলার সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা যিনি,
৭১রে ১৫ই আগস্ট পিতা মাতা সহ,
প্রিয় ও আপনজনকে হারিয়েছেন তিনি,
পিতা-মাতা সহ প্রিয় ও আপনজনকে,
হারানোর শোক কে শক্তিতে পরিণত করে যিনি,
বাংলার জনগণকে আপন জন করে নিয়েছিলেন তিনি, এদেশের মানুষকে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন যিনি, দুর্লভ মেধা, শ্রম, সাহসিকতা ও নিরলস,
পরিশ্রম ও উন্নয়নের আত্মবিশ্বাসের মাধ্যমে,
এই দেশকে নিম্ন আয়ের দেশ থেকে,
বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশে,
পরিণত করেছেন দেশরত্ন শেখ হাসিনা তিনি,
বল সকলের মন জয় করতে পেরেছেন কি তিনি? তাহলে বল কিভাবে তুমি করিবে সকলের মন জয়, অপমান,অপদস্ত ও ব্যর্থ হয়ে ফিরে আসবে নিশ্চয়ই।

 

সম্পাদকের কিছু কথাঃ

লেখক মোহাম্মদ (আলী বি কম)এর লেখা গত কালকে একটি কবিতা প্রকাশ করেছিলাম পাঠকদের কাছ থেকে ব্যাপক ছাড়া পেয়েছি, আর বিশেষ করে লেখকের লেখাতে আছে প্রেম, আছে বিরহ,আছে ভালোবাসার ছোঁয়া, পাঠকদের বিশেষ অনুরোধে আজ আরেকটি কবিতা প্রকাশ করছি,আশাবাদী এই কবিতাটিও পাঠকের মনে জায়গা করে নিবে, আমি লেখকের দীর্ঘায়ূ কামনা করছি,, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park