কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল গবেষণা কেন্দ্রের সহায়তায় নতুন জাতের উদ্ভাবিত আলুর বাম্পার ফলন ।
কৃষক পর্যায়ে উচ্চ ফলনশীল আলুর নতুন জাতের উপযোগিতা উৎপাদন যাচাইয়ের জন্য উপজেলা সদর ইউনিয়নের দস্যু নারায়নপুর গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেন কন্দাল গবেষণা কেন্দ্রের সহযোগিতায় বিভিন্ন জাতের চাষাবাদ করে আলুর বাম্পার ফলনে সফলতা পেয়েছে।
কৃষি ইনস্টিটিউট কন্দাল গবেষণা কেন্দ্রের নতুন উদ্ভাবিত আলু জাতগুলো মধ্যে -বারি আলু-৭ (ডায়মন্ট),বারি আলু-২৫(এসটেরিক্স),বারি আলু-৩৬,বারি আলু-৩৭,বারি আলু-৪০,বারি আলু-৪১,বারি আলু-৪৮,বারি আলু-৫৬,বারি আলু-৬২,এবং বারি আলু-৭৯ পরীক্ষামূলক যাচাইয়ের জন্য কৃষক পর্যায়ে চাষাবাদ করা হয়।
এতে নতুন উদ্ভাবিত আলুর মধ্যে বারি আলু-৪৮,বারি আলু-৫৬ ব্যাপক ফলন হয়েছে।
এ-সব জাতের আলু উপজেলার প্রান্তিক কৃষক পর্যায়ে চাষাবাদ আরও বৃদ্ধি করা যায়,তাহলে কৃষক যেমন লাভবান হবে, পাশাপাশি মানুষের পুষ্টি ও দেশের আলুর চাহিদা মিটিয়ে বিদেশেও আলু রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানান কৃষি ইনস্টিটিউট কন্দাল গবেষণা কেন্দ্রের কর্মকর্তাগন।
কৃষক মোঃ আফজাল হোসেন বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কন্দাল গবেষণা কেন্দ্রের সহযোগিতায় নতুন ১২ টি জাতের আলু এবার ৪ বিঘা জমিতে চাষাবাদ করেছি ভালো ফলন হয়েছে।
নতুন উদ্ভাবিত আলু চাষাবাদে খরচ ও পোকামাকড়ের আক্রমন কম হওয়ায় অন্য জাতের আলুর চেয়ে অধিক পরিমাণে আলু হয়েছে।আলুর বাম্পার ফলনে আশপাশের কৃষকরাও আগ্রহী হয়ে উঠেছেন।এবার প্রতি বিঘা জমিতে উৎপাদন ৬-৭ টন আলু পাওয়া যাবে বলে জানান তিনি।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.