1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

৭’ই মার্চের ভাষণেই পাওয়া যায় স্বাধীনতা আন্দোলনের ইঙ্গিত বলেন-মিসেস আফরুজা বারী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৪১ বার পঠিত

বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ

৭’ই মার্চ বাঙালি জাতির জীবনে একটি ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছিলেন। সেদিন সমাবেশে ভাষণ দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের পথ রচনা করেছিলেন তিনি। তাঁর এ উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের প্রস্তÍতি নিতে শুরু করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতা-মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের মহাকাব্য। বাঙালি তথা বিশ্বের সব লাঞ্ছিত-বঞ্চিত নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির সনদ। বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে ইউনেস্কো বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভাষণটিকে ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। তাঁর দেওয়া স্বাধীনতার ডাক সারা দেশে ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। ৭মার্চে সেদিনের ১৮মিনিটের ভাষণই মুলত স্বাধীনতা আন্দোলনের ইঙ্গিত বললেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী । বুধবার (৮মার্চ) সন্ধ্যয় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৪নং চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী জ্যোতিময় চক্রবর্তী কিরিট’র সঞ্চালনায় উক্ত আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার,সহ-সভাপতি শফিউল আলম, সৈয়দা খুরশীদ জাহান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, গোলাম কবীর মুকুল, রেজাউল আলম রেজা, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, হাফিজা বেগম কাকলী, সাকিব সাদনান রাতিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আল্পনা গোস্বামী সহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় জাতীয় পার্টির চন্ডিপুর ইউনিয়নের ১৪ জন নেতাকর্মী জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় অতিথিগণ তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

যোগদানকৃতরা হলেন, ফুল মিয়া, জাবেদ আলী, আতোয়ার আলী, সৈয়দ মোকলেছুর রহমান, সাইদুল ইসলাম, হাফিজুর রহমান, আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, হজরত আলী, বদিয়া আলম, আন্জু মিয়া, আসলাম আহম্মেদ, সুমন মিয়া, রফিকুল ইসলাম ও মাসুদ মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park