রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিল থেকে জমিতে পানি দিতে গিয়ে বৈদ্যুতিক শকে গুরুতর আহত হন তিনি।
বুধবার (১ লা মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সাখাওয়াত হোসেন (২২)। তিনি উপজেলার শিবপুর এলাকার ইলটু মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মাহবুব আলম জানান, বুধবার বিকেলে বিল থেকে পানি দেওয়ার জন্য জমিতে যান সাখাওয়াত। এ সময় বৈদ্যুতিক তাড় পানির সাথে জড়িয়ে থাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান ওসি।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.