কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। বিগত সময়ে এই বাজারগুলো নিয়ে বিভিন্ন সিন্ডিকেট ভয়ভীতি ও দুর্নীতি দেখা যেত। এবার নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে ইজারা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাজারের ইজারা নিতে ইচ্ছুক সকলেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ইজারার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কাপাসিয়ার সবচাইতে রাজস্ব বেশি আসে আমরাইদ বাজারে। প্রতিবছরই এই বাজারের দিকে দৃষ্টি থাকে সকলের। কে নেয় এই বাজার। প্রতিবছরই কয়েক কোটি টাকায় এ বাজার ইজারা ধর ওঠে। এইবার ইজারায় ধর ওঠেছে ৩ কোটি ৪৪ লক্ষ ১৬ হাজার টাকায়। জেলা জুড়ে এই বাজারটি প্রসিদ্ধ আমরাইদ গরুর বাজার নামে। যে কারণে এই বাজারে প্রতি সকলের দৃষ্টি।এবছর এই বাজারটি পেয়েছেন জাহাঙ্গীর মোল্লা।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান বলেন, গত বছরের ন্যায় এবারও আমরা চেষ্টা করেছি স্বচ্ছতার সাথে নিলাম কাজটি পরিচালনা করতে। আমরা স্বচ্ছভাবে নিলাম কার্য পরিচালনা করতে সক্ষম হয়েছি।
ইজারা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খান, সহকারী কমিশনার ভূমি নাজমুল হুসাইন, উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর রহমান প্রমুখ।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.