![](https://www.aparadhatallasi.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘির সান্তাহার ২শ পিস ইয়াবা ও ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইমরান আলী (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। গত সোমবার (২৭শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় সান্তাহার সাহেবপাড়া মসজিদের সামনে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইমরান আলী নীলফামারি জেলার সৈয়দপুর মুন্সিপাড়ার শফিকের ছেলে। এ ঘটনায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক উজ্জল মিয়া বাদি হয়ে একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় সান্তাহার সাহেবপাড়ায় মাদক বেচাকেনা চলছে এমন সংবাদের ভিক্তিতে সাহেবপাড়া মসজিদের সামনে রাস্তায় অভিযান চালিয়ে ইমরান আলীকে গ্রেফতার ও তার কাছে বিশেষ কায়দায় রাখা ২০০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি রেজাউল করিম জানায়, গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
Leave a Reply