এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় লাইসেন্স না থাকায় ১টি মিনি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারি ) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাউনাট বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ-সময় পাম্পের লাইসেন্স ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৬ এর ২০/১ অনুযায়ী (দশ হাজার) জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন দৈনিক জবাবদিহি কে জানান,পাম্পের মালিক লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জ্বালানি তেল ডিজেল,অকটেন,পেট্রোল বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএম মাসুদ
০১৬১০০২০২৭০
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.